Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

সেভ জলঙ্গি’র বার্তা নিয়ে চারধাম যাত্রায় মিঠুন ভৌমিক: পরিবেশ সচেতনতার এক সাহসী প্রয়াস

“সেভ জলঙ্গি” আন্দোলনের আওয়াজ এবার পৌঁছতে চলেছে হিমালয়ের শিখরে, দেবভূমি উত্তরাখণ্ডের চারধাম—কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীর পথে। নদী রক্ষার এক অন্তর থেকে উৎসারিত বার্তা নিয়ে মোটরসাইকেল যাত্রা শুরু করেছেন নদিয়া জেলার কৃষ্ণনগরের মিঠুন ভৌমিক। প্রায় ২০০০ কিলোমিটার দীর্ঘ এই অভিযাত্রায় তাঁর একমাত্র সম্বল—অদম্য মনোবল এবং “সেভ জলঙ্গি”র গভীর দায়বদ্ধতা।

অনেকে প্রশ্ন তুলতে পারেন—নদী বাঁচানোর বার্তা পৌঁছানোর জন্য পরিবেশদূষণকারী মোটরসাইকেল কেন? এর ব্যাখ্যা দিয়েছেন মিঠুন নিজেই। আধুনিক সভ্যতায় আগুন ও চাকা আমাদের উন্নয়নের প্রধান স্তম্ভ। জ্বালানির দহন ছাড়া সভ্যতার অগ্রগতি সম্ভব নয়। প্রশ্ন উঠতে পারে, মোটরসাইকেলের ধোঁয়ায় ক্ষতি হয় পরিবেশের। কিন্তু বাস্তবতা হলো, প্রতিটি প্রাণীর নিঃশ্বাসপ্রশ্বাস থেকেই কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়। তাই নিয়ন্ত্রিত ও প্রয়োজনীয় শক্তি ব্যবহার অনিবার্য।

জলঙ্গি নদী পদ্মার শাখা এবং ভাগীরথীর সঙ্গে মিলনে সমাপ্ত। অর্থাৎ এর উৎস এবং মোহনা, উভয় ক্ষেত্রেই গঙ্গার আত্মিক সম্পর্ক বর্তমান। তাই “সেভ জলঙ্গি”র বার্তা যদি গঙ্গার উৎস পর্যন্ত পৌঁছায়, তবেই নদীর এই সুরক্ষা আন্দোলন পূর্ণতা পায়। গঙ্গার প্রবাহ অবিরল ও নির্মল হলে তবেই জলঙ্গির পুনরুজ্জীবন সম্ভব। তাই গঙ্গার জন্মভূমি, গোমুখ-গঙ্গোত্রী-কেদারনাথ-যমুনোত্রী-পথে এই অভিযাত্রা।

চারধাম যাত্রা: পরিবেশ সচেতনতার পুণ্য পরিক্রমা

মিঠুনের যাত্রা শুরু হয়েছে ২৫শে জুলাই, কৃষ্ণনগর থেকে। প্রথম দিন বগ্রাচটি (আসানসোল) ও দ্বিতীয় দিন বারোহী (ঝাড়খণ্ড) পর্যন্ত অতিক্রম করেছেন প্রায় ৪৫০ কিমি পথ। তার যাত্রা শুধুমাত্র শারীরিক নয়, এক মানসিক ও আদর্শিক যাত্রাও বটে—যেখানে প্রতিটি মাইলস্টোন নদী রক্ষা ও পরিবেশ সচেতনতার সপক্ষে এক একটি বার্তা।

মিঠুনের মোটরসাইকেলে লাগানো রয়েছে সেভ জলঙ্গির পতাকা, গায়ে “সেভ জলঙ্গি”র চিহ্নিত পোশাক। তার একক অভিযান শুধু অনুপ্রেরণা নয়, বরং প্রতিটি সচেতন নাগরিকের জন্য এক আহ্বান—নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও। ভারতের প্রতিটি কোণে এই বার্তা পৌঁছাক, এই হোক আমাদের কামনা।

আমরা যারা আজও নিঃশব্দে বসে আছি, আমাদের উচিত মিঠুনের এই যাত্রা থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। পরিবেশের প্রতি দায়িত্ব নেওয়া, নদী রক্ষায় এগিয়ে আসা এবং "সেভ জলঙ্গি"র মতো আন্দোলনকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া।


Related to this topic: